দ্বীপ উন্নয়ন আইন করতে সংসদকে হাইকোর্টের পরামর্শ

প্রকাশিতঃ এপ্রিল ১৭, ২০২৪ | ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন নিউজ ডেক্স

দ্বীপ সংরক্ষণ, ব্যবস্থাপনা ও পরিবেশ সম্মত টেকসই উন্নয়নের জন্য জাপান ও ফিনল্যান্ডের আইনের আদলে একটি আইন দ্রুত করতে জাতীয় সংসদকে পরামর্শ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও কৃষিজমি রক্ষায় ২০১৬ সালে উদ্যোগ নেওয়া আইন অতি দ্রুত পাশ করতেও পরামর্শ দিয়েছেন উচ্চ আদালত। নওগাঁর মান্দা উপজেলার চককানু এলাকার মিজানুর রহমানের পুকুর খনন বন্ধ প্রশ্নে দায়ের করা রিটের রায়ে বুধবার এমন পরামর্শ দিয়েছেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ। ২০২২ সালের ৬ জুন দেওয়া রায়ের ১৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে। রায়ে আদালত বলেছেন, ফসলি জমিতে পুকুর খননের বিধিনিষেধ আরোপ করে ‘কৃষি জমি সুরক্ষা ও ব্যবহার আইন, ২০১৬’ খসড়া আইন প্রণয়ন করা হলেও কোনো এক অজানা কারণে এটি এখনো আলোর মুখ দেখছে না। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী বজলুর রশিদ। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আশেক মোমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট লাকী বেগম ও ফেরদৌসী আক্তার।